মহানগরের রাস্তায় নৌকা নামলো ! দুদিনের বৃষ্টিতেই জলবন্দী বাসিন্দারা

22nd August 2020 9:30 am কলকাতা
মহানগরের রাস্তায় নৌকা নামলো ! দুদিনের বৃষ্টিতেই জলবন্দী বাসিন্দারা


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : ফি বছর ই এক চিত্র ! এবার ও তার পরিবর্তন নেই । দু দিনের বৃষ্টিতেই হাঁটুর উপরে জমলো জল । জলবন্দী এলাকার বসবাসকারীরা । একদিকে করোনা মহামারীর আতঙ্ক , অন‍্যদিকে ডেঙ্গু সহ মশাবাহিত রোগের প্রকোপ বাড়ার আশঙ্কা । দুই এর মধ‍্যে পড়ে নাজেহাল বেহালা র  ১২৪ নম্বর ওয়ার্ডে র বাসিন্দারা ।  পুর্বাচল , সত‍্যজিৎ পার্ক , বিদ‍্যাসাগর পল্লী , বকুলবিথী , নেতাজী পল্লী সহ বিভিন্ন এলাকা জলমগ্ন । একদিনের বৃষ্টিতেই হাঁটু সমান জল । তিতিবিরক্ত বিস্তৃত এলাকার বাসিন্দারা । বিজেপি র কার্যকর্তারা এলাকা পরিদর্শনে ব‍্যবহার করলেন নৌকা । রাস্তায় জমা জলে দিব‍্যি চললো নৌকা । নৌকায় চেপে এলাকাবাসীর সাথে কথা বলেন বিজেপি নেতা শঙ্কর সিকদার সহ অনান‍্য কার্যকর্তারা । তাঁদের অভিযোগ , ইতিপূর্বে বহুবার পৌর কতৃপক্ষকে জানানো হয়েছিলো জল নিকাশী ব‍্যবস্থা সংস্কারের জন‍্য । কিন্তু কেউ কর্নপাত করে নি । প্রতিবারের মত এবার ও একদিনের বৃষ্টিতেই নাকাল হতে হচ্ছে বাসিন্দাদের । রাজনীতিতেই ব‍্যস্ত তৃণমূল , মানুষের সমস‍্যা সমাধানে কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ । স্থানীয়দের সাথে কথা বলে তাদের প্রয়োজনীয় সমস‍্যার সমাধান করার উদ‍্যোগ গ্ৰহণ করেন তিনি ।





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।